আমার কখনো কখনো মনে হয়,আমার দুর্বল কমিউনিকেশনের ক্ষেত্রে কি,অন্যের কথায় গুরুত্ব কম দেয়া,কারণটাই দায়ী? এই কনফিউশনটা দূর করতে পারছি না নিজের মধ্যে থেকে😥তাই ভরসা হিসেবে,seed to BIG-র কাছেই শেয়ার করলাম,আমার সমস্যাটা💗
“ওয়ান টু ওয়ান”-কারো সাথে যোগাযোগের ক্ষেত্রে অপর ব্যাক্তিটির কথা শোনা, একটা ভালো কমিউনিকেশনের ক্ষেত্রে কতটা গুরুত্ব বহন করে?
Communication skill
Share
Tauhid
অবশ্যই আপনাকে একজনের প্রশ্নকে যথাযথ সম্মান করতে হবে। সেই সম্মান করার জন্যেই আপনাকে সেটি সুন্দরমতো শুনতে হবে ও সেই প্রশ্নটিকে গুরুত্ব দিতে হবে। এবং শুধু প্রশ্ন না কোন বিষয়ে তার মতামতকেও গুরুত্ব দিতে হবে…ইসলাম ধর্মও সেটিই বলে। আর হ্যাঁ কমিউনিকেশন কখনো এক সাইড থেকে হয় না। কমিউনিকেশন এর জন্য সংশ্লিষ্ট সকল ব্যাক্তিকেই একে অপরের মতামত, প্রশ্ন, কথাকে যথাযথ সম্মান দিতে হবে।
raisha_tanjim198
If you listen to and understand what others are saying as well as your own, then a positive image of you will be created in them and you will be able to communicate smoothly.
One-on-one physicians will listen intently, clearing out any uncertainties, often. To communicate, we must first understand what the other person (or people) is. We should not underestimate the importance of reactions when talking to the opposite person
There are many reasons why interpersonal communication fails. So, it is important that the communicator check their interpersonal skills to identify your strengths and weaknesses.So, try to listen first then talk
Jahid hasan Joni
উত্তরটি খুব সুন্দর ছিল।ধন্যবাদ আপু।
Abir Hasan Anik
প্রথমত আমি একটি জিনিস পরিষ্কার করে দেই।সেটা হচ্ছে,কমিউনিকেশন বা যোগাযোগ কিন্তু এক সাইড বা পক্ষ থেকে আসেনা। আপনি যদি একজন ভালো বক্তা হোন,শুধু অনর্গল কথা বলতেই থাকেন,তাহলে কোনো লাভ নেই। আপনাকে একজন ভালো বক্তা,শ্রোতা দুটিই হতে হবে।তাহলেই আপনি অন্যের সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারবেন। কারণ আপনি যখন তার কথা শুনছেন,তখন তার ভালো লাগছে কারণ সে মনের ভাব প্রকাশ করতে পারছে সম্পূর্ণভা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।
Jahid hasan Joni
আমাকে যদি জিজ্ঞাসা করা হয়,ভাইয়া! তিনি অন্যের সাথে ভালো কমিউনিকেশন করতে পারে,তার এই অসাধারণ যোগাযোগ দক্ষতাটির পিছনে সবথেকে সহায়ক ভূমিকা হিসেবে কি কাজ করে? আমি প্রথমেই যে নামটা বলব,তা হলো,তিনি একজন ভালো বক্তা হওয়ার পাশাপাশি একজন ভালো শ্রোতা! কারণ,যোগাযোগ দক্ষতাটা শুধু বক্তার কথা শোনার মধ্যেই সীমাবদ্ধ নয়,এটি বক্তা-শ্রোতার আলাপচারিতার সমন্বয়ে গঠিত হয়।এখন,আপনি ভালো কথা বলতে পারেন,কিন্তু অবহেলায় অন্যের কথা মনোযোগ দিয়ে শোনেন না,তাহলে যে কারো পক্ষেই যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা সম্ভব নয়! একজন ভালো শ্রোতার পক্ষেই সম্ভব হয়,তার যোগাযোগ দক্ষতার পুরো ব্যাপারগুলো স্পষ্টভাবে বুঝতে,যা একইসাথে যোগাযোগ দক্ষতা,নেটওয়ার্কিং,অন্যদের মধ্যে নিজের আত্ববিশ্বাস সৃষ্টি করাসহ বক্তাকে সবার মধ্যে গ্রহণযোগ্য করে তোলে।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।❤️