আমার মোবাইলে ফোন মেমোরিতে মাত্র কয়েকটা App রেখেছি । কোন ভিডিও,অডিও,পিডিএফ কিছু নেই, তবুও বার বার স্টোরেজ ফুল দেখায়।
এর সমাধান কি?
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people's questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people's questions & connect with other people.
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Tauhid
সমস্যাটি বিশেষ করে পুরনো ফোনের ক্ষেত্রে হয়।এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনি আপনার ফোনের সব অ্যাপ গুলোর ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করুন settings -Apps and notifications-storage and memory-clear cache। আপনার ফোনের junk files গুলো clean করুন। এইজন্য বাড়তি app install করতে যাবেন না, আপনার ফোনের মধ্যেই এই কাজের জন্য যে app টি আছে সেটি ব্যাবহার করুন আর না থাকলে করার দরকার নাই। বিভিন্ন যা অ্যাপ গুলি আপনি ব্যাবহার করেন সেগুলির history clear করুন। তাছাড়া পারলে ফোনটিকে কে reset করুন।তবে মনে রাখবেন ফোনটিকে রিসেট করার সময় আপনার গুরুত্বপূর্ণ ফাইলস গুলো সেভ করে রাখবেন SD card – এ।এইক্ষেত্রে ফোনের মধ্যকার সবকিছুই ডিলিট হয়ে যাই। ধন্যবাদ।